হাওড়ার রানিহাটিতে গৃহস্থের বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকা সোনার গয়না সহ নগদ নিয়ে চম্পট

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভোররাতে গৃহস্থের বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার নাবঘড়া এলাকায়। জানা গেছে, এদিন ভোরে জনাকয়েক দুষ্কৃতীর একটি দল একটি ফটো স্টুডিওর মালিক তপন মন্ডলের বাড়িতে হানা দেয়। অভিযোগ, দুষ্কৃতিরা তিনতলার ছাদের দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

তারপর দোতলায় তপন মন্ডলের মেয়ের ঘরের আলমারি খুলে সোনার গয়না সহ নগদ টাকা চুরি করে এবং সেখান থেকে চম্পট দেয়। তপন মন্ডল জানান, দোতলায় মেয়ের ঘরের দরজা ভেজানো ছিল। আলমারির চাবি বিছানার পাশেই ছিল। দুস্কৃতীরা সেই আলমারি খুলে চুরি করেছে। তিনি জানান, টেবিলে ক্যামেরা ছিল। দুস্কৃতীরা সেটা নিয়ে ঘাঁটাঘাটি করেছে। তবে খুব সম্ভবত কোনো শব্দ পাওয়ায় সেটা না নিয়েই পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।