নিজস্ব সংবাদদাতা : রূপনারায়ণ নদী থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগনানের মানকুর ঘাট এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে এলে বিষয়টি বাগনান থানায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে শুভদীপ রায়, এস এন্ড আই বি সার্ভিস প্রাইভেট লিমিটেড। ক্যাশ অফিসার। সত্যেন রায় ব্রাঞ্চ। কোলকাতা ৭০০০৩৪। সূত্রের খবর, শনিবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। কিন্তু দিন কেটে গেলেও তার সাথে যোগাযোগ করতে না পারায় যুবকের পরিবারের তরফে বেহালা থানায় অভিযোগ জানানো হয়েছিল। তারপরই রবিবার গ্রামীণ হাওড়ার বাগনানের মানকুর ঘাট এলাকা থেকে উদ্ধার হল যুবকের নিথর দেহ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল যুবক! বাগনানে উদ্ধার নিথর দেহ, চাঞ্চল্য
Published on: