নিজস্ব সংবাদদাতা : বিজেপির তরফে গত রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বেশ কয়েকদিন জোর প্রচার চালাচ্ছেন গ্রামীণ হাওড়ার বিভিন্ন বিধানসভায়।
সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন উদয়নারায়ণপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সমীর কুমার পাঁজা। এদিন উলুবেড়িয়া স্টেশন রোড থেকে মিছিল করে উলুবেড়িয়া-১ বিডিও অফিসে এসে মনোনয়ন পত্র জমা করেন উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।