পথ নিরাপত্তার স্বার্থে উলুবেড়িয়ায় পথে নামল স্কুল পড়ুয়ারা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পথনিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি। এবার এই কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করতে পথে নামল স্কুল পড়ুয়ারা। মঙ্গলবার রাজাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে খলিসানী জাতীয় বিদ্যাপীঠে পড়ুয়ারা স্কুল সংলগ্ন বিভিন্ন এলাকায় পথে নেমে পথচলতি গাড়িচালক ও সাধারণ মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে সচেতন করেন। কীভাবে গাড়ি চালাতে হবে, বাইক চালানোর সময় আবশ্যিকভাবে হেলমেট ব্যবহার করতে হবে, চার চাকার ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার করতে হবে — এসব ব্যাপারেই মানুষকে সচেতন করেন পড়ুয়ারা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

অনেক সময় দুর্ঘটনার কারণে প্রাণ হারায় বহু অল্পবয়সী ছেলেমেয়ে। তাদের প্রাণরক্ষার স্বার্থেই এই উদ্যোগ বলে রাজাপুর ট্রাফিক পুলিশের তরফে জানা গেছে। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না এবং একটি বাইকে তিনজন ওঠা যাবে না বলেও প্রচার চালানো হয়। ছাত্র-ছাত্রীরা সাইকেল নিয়ে কীভাবে ব্যস্ত রাস্তা পার হবে সেই বিষয় সম্পর্কে সচেতন করা হয় পড়ূয়াদের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় মান্ডি, রাজাপুর থানার অফিসার রবীন্দ্রনাথ রায়, খলিসানি জাতীয় বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা সহ বেশ কিছু ছাত্রছাত্রী।