নিজস্ব সংবাদদাতা : পুরাণে অন্যতম চরিত্র দেবরাজ ইন্দ্র। তিনি দ্বাদশ আদিত্যের মধ্যে অন্যতম। দেবরাজ ইন্দ্রের রাজসভার স্বর্গীয় আসনকেই এবার পুজোর থিম হিসাবে তুলে ধরল আমতার উদং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। ৪৪ তম বর্ষে এবার তাদের ভাবনা — ‘ইন্দ্রাসন’। ক্লাবের সদস্যরাই ক্লাবের মাঠে রাতদিন খেটে বানিয়েছেন মন্ডপ। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার তাদের বাজেট প্রায় ৯০০০০ টাকা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বাঁশ, কাঠ, কাপড়ের পাশাপাশি মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন সামগ্রী। সাবেকী প্রতিমার পাশাপাশি থিমের ছোঁয়ায় নজর কেড়েছে বিবেকানন্দ স্পোর্টিংয় ক্লাবের পুজো মন্ডপ। ইন্দ্রাসন দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষ। ক্লাব কর্তা দুর্বাদল ভৌমিক জানান, প্রতিবারই আমরা চেষ্টা করি কোনো না কোনো থিমকে তুলে ধরতে। এবারও তার ব্যতিক্রম নয়। পুজোর পাশাপাশি অন্নকূটের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।