নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে উদয়নারায়ণপুর এলাকাকে, বসানো হচ্ছে ১০০ সিসিটিভি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়া ও হুগলীর সীমান্তবর্তী ব্লক উদয়নারায়ণপুর। এবার উদয়নারায়ণপুর এলাকার নিরাপত্তা বাড়াতে বিশেষভাবে উদ্যোগী হল স্থানীয় প্রশাসন। জানা গেছে, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকাকে সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে।

ইতিমধ্যেই উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড, গড়ভবানীপুর, রাজাপুর সহ ৩৫ টি জায়গায় ১০০ টি সিসিটিভি লাগানোর কাজ চলছে। বিধানসভা নির্বাচনের আগেই এই কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকাকে সিসিটিভিতে মুড়ে ফেলা হলে নিরাপত্তাজনিত কারণে অনেক সুবিধা হবে বলে মনে করছেন এলাকার মানুষ।

তাঁদের কথায়, উদয়নারায়ণপুর দিয়ে খুব সহজেই পাশ্ববর্তী জেলা হুগলিতে প্রবেশ করা যায়। বড়ো রাস্তা তো বটেই এমনকি ছোটো রাস্তা দিয়েও হুগলি জেলায় প্রবেশ করা সম্ভব। এর ফলে গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে দুষ্কৃতিরা খুব সহজেই হুগলিতে পৌঁছে যেতে পারে।

আবার হুগলি জেলার দুষ্কৃতিরাও খুব সহজেই হাওড়া জেলায় চলে আসতে পারে। এলাকায় সিসিটিভি বসানো হলে তাদের গতিবিধি অনেকটাই বোঝা সম্ভব বলে মনে করা হচ্ছে।