গাদিয়াড়ায় সেল্ফি জোন, পর্যটনে জোর প্রশাসনের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন গাদিয়াড়া। অনেকেই পরিবার নিয়ে ছুটি কাটাতে গাদিয়াড়ায় চলে আসেন। আবার অনেকে পিকনিকে আসেন গাদিয়াড়ায়। এভাবেই দীর্ঘ কয়েক দশক ধরে বাংলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে গ্রামীণ হাওড়ার গাদিয়াড়া। পর্যটকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এবার গাদিয়াড়ায় গড়ে তোলা হল সেল্ফিজোন। শ্যামপুর-১ ব্লক প্রশাসনের উদ্যোগে গাদিয়াড়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় রূপনারায়ণের পাড়ে গড়ে তোলা হয়েছে বিশেষ সেল্ফিজোন। সেল্ফিজোনে লেখা হয়েছে ‘I love Gadiara’। ইতিমধ্যেই তা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে। সেল্ফিজোনে সেল্ফি তুলতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। রাজ্যের বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্রের মতো গাদিয়াড়াতেও সেল্ফিজোন গড়ে ওঠায় খুশি দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা। খুশি এলাকার ব্যবসায়ীরা। পর্যটনের প্রসারে প্রশাসনের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্যামপুর থানা নাগরিক ফোরাম। শ্যামপুর থানা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান, এহেন উদ্যোগ পর্যটনে নিশ্চিত সাড়া জাগাবে৷ তবে গাদিয়াড়ায় পর্যটনের প্রসারে পরিবহণের উপর বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর জানান, গাদিয়াড়া থেকে বাংলার বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে নিয়মিত বাস চালানো হোক ও নদীপাড়ে বসার জন্য আরও বেশি করে ব্যবস্থা করা হোক। পাশাপাশি, নদীপাড়ে আরও বেশি আলো লাগানোরও দাবি জানিয়েছেন তিনি।