নিজস্ব সংবাদদাতা : চরম উত্তেজনা ও উন্মাদনার মধ্য দিয়ে গত একমাস ধরে চলা আমতা-১ ব্লকের সোনামুই ফুটবল ক্লাব আয়োজিত ‘এস.এফ.সি কাপ-১৯’-এর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল।
ফাইনাল খেলায় দাশনগর এইচ.ভি মুভিজ জয়নগর পল্লী সংঘকে ১-০ গোলে পরাজিত করে।গোল করেন বিদেশী ফুটবলার স্টিফেন।চূড়ান্ত পর্বের ম্যাচে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার রহিম নবি ও সুরাবুদ্দিন মল্লিক।
আট দলীয় এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা কুনাল চ্যাটার্জী জানান,ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে যথাক্রমে ২৮ হাজার ও ২২ হাজার টাকা ও ফরগুড কাপে সম্মানিত করা হয়।
পাশাপাশি রূপোর বুট ও বল দিয়ে টুর্নামেন্টের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতাকে সম্মান জানানো হয়।রহিম নবি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের সাথে এই মাঠেই বাংলার প্রাক্তন একঝাঁক উজ্জ্বল ফুটবলারদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
ফাইনাল উপলক্ষ্যে ছিল নৃত্য,ব্যান্ড,আতসবাজি প্রদর্শনী।কয়েক হাজার মানুষের প্রাণময় উপস্থিতিতে শীতের দুপুর কলকাকলিমুখর হয় ওঠে সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ের ময়দান প্রাঙ্গণ।