শ্যামপুরের রাস্তা যখন মরণ ফাঁদ

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার যখন “SAFE DRIVE SAVE LIFE” প্রচার করছেন, হেলমেট হীন বাইক আরোহীদের জরিমানা করছেন ঠিক তখনই শ্যামপুর উলুবেড়িয়া রোডের উপর অর্ধেক জায়গা দখল করে বেআইনি স্টোনচিপ ফেলে রাখার জন্য দুটি দুর্ঘটনা ফের প্রকাশ্যে আসলো। ঘটনাটি ঘটেছে শ্যামপুর উলুবেড়িয়া রোডের পদ্মপুকুর পেট্রোল পাম্প এর নিকটে। ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ক্ষোভ উগড়ে দেন নোটিজেনরা। স্থানীয় এক বাসিন্দা জানান শুক্রবার ভোরের দিকে কে বা কারা রাস্তার অর্ধেক জায়গা জুড়ে স্টোনচিপ ফেলে রেখে যায়।

শ্যামপুর উলুবেড়িয়া রোড ঝাঁ চকচকে হওয়ার জন্য গাড়ির গতি একটু বেশিই থাকে। তাই দুর্ঘটনার আশঙ্কা করে স্থানীয় একজন ভিডিও করেন। ভিডিও টিতে দেখা যায় অত্যন্ত ঝুঁকি নিয়ে এক স্কুল ছাত্রী পাস দিয়ে চলে গেল। কমলপুর গ্রামের প্রশান্ত সাঁতরা জানান তিনি কাজ সেরে শ্যামপুর উলুবেড়িয়া রোড ধরে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা নাগাদ। তখন একটি দুর্ঘটনা ঘটে ওই স্টোনচিপ এর কারণে। দেবস্মিতা সেন নামে এক গৃহবধূ জানান রাত ১০ টা নাগাত দ্বিতীয় দুর্ঘটনা ঘটে।ঘটনা স্থলটি থানার কাছাকাছি হবার কারণে এই দৃশ্য দেখে এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে আজ সকালে শ্যামপুর থানার ওসি শীর্ষেন্দু কুন্ডু কে ভিডিও টি হোয়াটস্যাপ এর মাধ্যমে দেখানো হলে উনি জানান আজই স্টোনচিপ সরিয়ে নেওয়া হবে।