শ্যামপুরের কন্যার বিশ্বজয়, সাফল্যের ঝুলিতে স্বর্ণ ও রৌপ্য পদক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার শ্যামপুর-২ ব্লকের প্রত্যন্ত গ্রাম সীতাপুর। সীতাপুর থেকে থাইল্যান্ডের দূরত্ব কয়েক হাজার কিমি। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের বুকেই দেশমাতৃকার জয়ধ্বজা ওড়ালেন শ্যামপুরের সীতাপুরের কন্যা প্রিয়াঞ্জনা জানা। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সম্প্রতি অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার রিদিমিক যোগব্যায়াম ও ট্রাডিশনাল যোগব্যায়াম বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক জিতল নাওদা নয়ন চন্দ্র বিদ্যাপীঠের এই কৃতি ছাত্রী। পাশাপাশি, প্রিয়াঞ্জনা আর্টিস্টিক যোগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন। স্বর্ণ ও রৌপ্য পদক জয় করে সম্প্রতি শ্যামপুরের গ্রামে ফিরেছে এই কৃতি কন্যা। তাঁর কৃতিত্বে গর্বিত তাঁর স্কুল, গর্বিত শ্যামপুর। শুক্রবার প্রিয়ঞ্জনাকে নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।