নিজস্ব সংবাদদাতা : উৎসবের মরসুমে গ্রামীণ হাওড়ায় তিনটি পৃথক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ছয় যুবকের। দুর্ঘটনাগুলি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ও আমতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আমতার সোমেশ্বর এলাকার তিন যুবক কৌশিক কোলে, কার্তিক পাত্র ও সাহেব পাত্র রাণীহাটি গিয়েছিল। কাজ সেরে রাণীহাটি থেকে আমতার দিকে আসছিল। অন্যদিকে ডোমজুড় এলাকার বাসিন্দা শেখ সাহিল বাইক নিয়ে আমতা থেকে ডোমজুড়ের দিকে যাচ্ছিল। জানা গেছে, আমতা-রাণীহাটি রোডের আশুথতলা এলাকায় দু’টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে দু’টি বাইকে থাকা মোট পাঁচজনই রাস্তার উপর ছিটকে পড়েন। আহতদের উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক কৌশিক কোলে, কার্তিক পাত্র ও সেখ সাহিলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। জানা গেছে, মৃতদের প্রত্যেকেরই বয়স পঁচিশের মধ্যে। সোমেশ্বর গ্রামের একই পাড়ার দু’ই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে বাইকে চেপে তিন যুবক উলুবেড়িয়ার দিক থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বিকেল ৩ টে নাগাদ কুলগাছিয়ার জয়রামপুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে তিন যুবক রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় নিতাই পাল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রদ্যুৎ মাইতি (২২) নামে অন্য এক যুবককে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত দুজনের বাড়ি বাগনান থানার কালিকাপুর এলাকায়। অপরদিকে মঙ্গলবার বিকালে বাইক নিয়ে বীরশিবপুরের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসার সময় কৈজুড়ীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে অনিকেত ঘোষ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী এলাকায়। একই দিনে তিনটি পৃথক দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু পথ দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
উৎসবে শোকের ছায়া, গ্রামীণ হাওড়ায় পৃথক তিনটি দুর্ঘটনায় প্রাণ গেল ছ’জনের
Published on: