ফুটবলের মধ্য দিয়ে আমতায় সংহতির বার্তা

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : প্রকৃতি জুড়ে সাজো সাজো রব।নাতিশীতোষ্ণ আবহাওয়া, কোকিলের কুহুতান আর পাতা ঝড়ার শব্দ—ঋতুরাজ বসন্তের আবির্ভাবকে জানান দেয়।

এরকমই এক মনোরম পরিবেশে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের অমরাগড়ী ফুটবল ময়দানে হাওড়া জেলার ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সূচনা ঘটল ষষ্ঠ সংহতি গোল্ড কাপের।

আমতার এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় কোলকাতা ময়দানের ইস্টার্ন রেল ও মাকড়দহ ইউনিয়ন।খেলার শুরুর প্রাক্কালে মাঠজুড়ে বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেয় বেশ কিছু স্থানীয় খুদে ফুটবলার, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের ঢাঁকির দল ও ব্যান্ড।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্ত আর্য, রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।ফুটবলের টানে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন গ্রামের কয়েক হাজার ফুটবলপ্রেমী মানুষ।

টানটান উত্তেজনার শেষে আটদলীয় এই নকআউট ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক তথা আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল জানান,”এবছর আমতার ৭ টি ফুটবল ময়দান জুড়ে এই খেলা অনুষ্ঠিত হবে”।

গ্রামীণ হাওড়ার অন্যতম আকর্ষণীয় এই ফুটবল আসরকে কেন্দ্র করে জয়পুর থানার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।