নিজস্ব সংবাদদাতা : নারী নির্যাতন, নারী পাচার, বাল্যবিবাহ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রতারণা সম্পর্কিত বিভিন্ন বিষয় বর্তমান সমাজের অন্যতম সমস্যা। বহুক্ষেত্রেই দেখা যায় অল্পবয়সী ছাত্রীরা বিভিন্ন ফাঁদে পা দিয়ে দেয়। এসব সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং উচ্চ বিদ্যালয়ে আমতা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল ‘স্বয়ংসিদ্ধা’ নামক বিশেষ সামাজিক সচেতনতা শিবির। এদিন উদং উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা ও সমাজকর্মীরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
ঘন্টাখানেকের এই আলোচনা শিবিরে মহিলাদের ব্যাক্তি স্বাধীনতা, আত্মসম্মান, আত্মবোধ, সমাজে এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার এসডিপিও কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার, আমতা থানার ওসি অজয় সিং, বিশিষ্ট সমাজকর্মী পৃথ্বীশরাজ কুন্তী, বিশিষ্ট সমাজকর্মী দীপঙ্কর মান্না, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরুণ খাঁ সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।