লকডাউনের মাঝেও ভিন রাজ্যে আটকে থাকা ব্যক্তিদের নিজ রাজ্যে ফেরাতে উদ্যোগী কেন্দ্র, জারি হল বিশেষ নির্দেশিকা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, পর্যটক সহ অসংখ্য মানুষ। তাঁদের নিজের জায়গায় ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। গতকাল এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিশেষ নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় আটকে থাকা যেসকল ব্যক্তির দেহে করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই তাঁরাই কেবল বাড়ি ফিরতে পারবেন।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়ে একটি নোডাল বডি তৈরির কথা বলা হয়েছে। প্রসঙ্গত, সেই নোডাল বডিই স্থির করবে কোন পদ্ধতিতে আটকে পড়া ব্যক্তিদের ফেরানো হবে। যাঁরা নিজেদের বাড়িতে ফিরতে চাইবেন তাঁদের আগে পরীক্ষা করে দেখা হবে দেহে করোনার সংক্রমণ ঘটেছে কিনা। যদি দেখা যায় তাঁরা সম্পূর্ণ সুস্থ তবেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি, ভিন রাজ্যে আটকে পড়া ব্যক্তিদের বাড়ি ফেরানোর ক্ষেত্রে যেসমস্ত বাস ব্যবহার করা হবে সেগুলিকে আগে স্যানিটাইজ করতে হবে বলে জানানো হয়েছে।