নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উলুবেড়িয়া পৌরসভায় নতুন পুরবোর্ড গঠিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পরই উলুবেড়িয়া শহরকে প্লাস্টিক ব্যাগ ও থার্মোকলের দূষণ থেকে মুক্ত করতে বিশেষভাবে উদ্যোগী হল উলুবেড়িয়া পৌরসভা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সম্প্রতি উলুবেড়িয়া পৌরসভার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উলুবেড়িয়া পৌর এলাকার পরিবেশকে দূষণমুক্ত, সুন্দর, স্বচ্ছ ও স্বাভাবিক রাখতে উলুবেড়িয়া পুর এলাকায় ৭৫ মাইক্রোনের কম ও কোম্পানির ছাপবিহীন প্লাস্টিক ব্যাগ ও থার্মোকলের থালা, বাটি, গ্লাস, চায়ের কাপ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি, থার্মোকল ব্যবহার করতে দেখা গেলে কিমবা ৭৫ মাইক্রোনের কম ও কোম্পানির ছাপবিহীন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে দেখা গেলে জরিমানা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উলুবেড়িয়া শহরের পরিবেশ রক্ষায় পুরসভার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশকর্মীরা।