নিজস্ব সংবাদদাতা : করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। সেই লড়াইয়ের অন্যতম মুখ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ।
দিনরাত এক করে এই পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়া পুলিশ কর্মীদের কুর্নিশ জানাতে এগিয়ে এলেন গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।
জানা গেছে, রবিবার উদয়নারায়ণপুর থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক সমীর পাঁজা।
তিনি জানান, “এই পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়া পুলিশ কর্মীদের সম্মান জানাতে ও তাঁদের মনোবল বাড়াতেই এই উদ্যোগ।”