দলের বিরুদ্ধে ক্ষোভ! আমতার তৃণমূল নেতার ‘বিস্ফোরক’ ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ‘দলে এখন কর্পোরেট চলছে, চোর ডাকাত না হলে সম্মান নেই’ — তৃণমূল নেতার বিস্ফোরক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি তথা আমতা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক ভট্টাচার্য শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে কার্যত নিজের ক্ষোভ উগড়ে দেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,”১৯৯৮ সাল, জন্মলগ্ন থেকে দলের কেন্দ্রের সভাপতি ছিলাম। জেলার সহ-সভাপতি ছিলাম।আজ‌ও দল করি। কিন্তু এখন যা চলছে তার প্রতিকার করার কোন লোক নেই। একজন ভাবে দলটা তার পৈত্রিক সম্পত্তি। অভিযোগ জানিয়ে ক্লান্ত। গনতন্ত্র দলে শেষ।তাই বিদ্রোহ ছাড়া গতি নেই।” নিজের করা ফেসবুক পোস্টের কথা স্বীকার করে নেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, দলে পুরানো দের কোন সম্মান নেই।গোটা সিস্টেম টাই কর্পোরেট সিস্টেমে চলছে। রাজ্যে যে সমস্ত জায়গায় দুর্নীতি তৈরি হয়েছে একের পর এক ধরা পরছে। এগুলোকে শক্ত হাতে দমন না করলে দল নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আরো বলেন, চোর ডাকাত গুন্ডা বদমাইশ তারাই আজকে সম্মানের অধিকারী হয়েছে। তার আরো দাবি, দলের উপর স্তরে জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। কারণ সব জায়গাতেই একজন কে কর্পোরেট সিস্টেমে দিয়ে দেওয়া হয়েছে,বলা হয়েছে তুমি যা খুশী করো। এর পরিবর্তন না হলে তিনি দল ছেড়ে রাজনীতি থেকে সন্নাস নেবেন বলেও তিনি জানান। এবিষয়ে হাওড়া গ্রামীণ তৃনমূল সভাপতি অরুনাভ সেন বলেন”উনি এই কথা যদি বলে থাকেন, যুক্তি তত্ব প্রমান ছাড়া যদি এই কথা বলে থাকেন দলের তরফ থেকে ব্যাবস্থা নেওয়া হবে।দলকে বা আমাকে উনি এই বিষয়ে কিছু জানাননি। কার ইন্ধনে বা প্ররোচনায় উনি এই কথা বলছেন, সেটা দেখবো। ওনার সাথে কথা বলবো। দলের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে তথ্য প্রমাণ দিয়ে লিখিত ভাবে জানানো উচিত।” অন্যদিকে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পালচৌধুরী জানান,”দেরিতে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। যাদের মান সম্মান আছে তারা দলে থাকতে পারবেন না। ওটাতো প্রাইভেট লিমিটেড দল। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কথা চলেনা। বাকিরা সবাই ল্যাম্পপোস্ট।”