শ্যামপুরে ছাত্র পেটাল শিক্ষক, ভাইরাল ভিডিও, প্রতিবাদ পথ অবরোধ পড়ুয়াদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শিক্ষকের ছাত্র পেটানোর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার শ্যামপুর মৌলা নেতাজী বিদ্যালয়ে(উচ্চ বিদ্যালয়)। ইতিমধ্যেই ওই শিক্ষকের ছাত্র পেটানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার ওই বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর শারীরশিক্ষার পরীক্ষা ছিল।

ছাত্রদের অভিযোগ, সকাল দশ’টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক পলাশ মিত্র প্রায় চল্লিশ মিনিট পর থেকে পরীক্ষা নিতে শুরু করেন। তারপর কয়েকজনের পরীক্ষা নেওয়ার পরই শিক্ষক পলাশ মিত্র চলে যান। আবার কিছুক্ষণ পর তিনি পরীক্ষা নিতে ফিরে এলে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া তাঁকে বলেন, “একটা পরীক্ষা কতক্ষণ ধরে হবে? আমার খিদে পেয়েছে।”

অভিযোগ, সেই কথা শুনেই শিক্ষক পলাশ মিত্র ওই ছাত্রকে বেধড়ক মারধর করে। আর সেই মুহুর্তই মোবাইল বন্দী করে আরেক পড়ুয়া। ওই শিক্ষকের ক্ষমা চাওয়ার দাবিতে বুধবার দুপুরে উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করে পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। পুলিশ অবরোধকারী ছাত্রদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।