নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার উদয়নারায়নপুরের পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল ছাত্র – যুব উৎসব। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় আজ সকাল ১০ টা নাগাদ।
উপস্থিত ছিলেন উদয়নারায়নপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক রামজীবন হাঁসদা ও প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকগন। এছাড়াও পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দিরের সমস্ত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ ও পার্শ্ববর্তী সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই উৎসবে।
দুই দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রথম দিন অনুষ্ঠিত হয় বসে আঁকা, আবৃত্তি, প্রশ্নোত্তর পর্ব ও লোকনৃত্য এবং দ্বিতীয় দিনের অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন ধরনের সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।