নবান্নে অভিযানে আহত বাম যুব নেতার মৃত্যুর প্রতিবাদে উলুবেড়িয়া থানা ঘেরাও, বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নবান্ন অভিযানে আহত বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে দিনভর রাজ্য জুড়ে চলল পথ অবরোধ-মিছিল-থানা ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো উলুবেড়িয়াতেও এই ক্ষোভের আঁচ পড়েছে।

সোমবার সন্ধ্যায় মোমবাতি হাতে উলুবেড়িয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিভিন্ন বাম সংগঠনের সদস্য-সদস্যারা। মনে সহযোদ্ধাকে হারানোর বেদনা, মুখে পুলিশ-সরকার বিরোধী স্লোগান, হাতে ঝান্ডা। এভাবেই এদিন প্রতিবাদে সামিল হন বাম কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, ১০ টি বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানে সামিল হন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্যা।

অভিযানের দিন মইদুলের উপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেদিনই আশঙ্কাজনক অবস্থায় মইদুলকে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তাঁর মৃত্যু ঘটে। এই বাম যুব নেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কার্যত রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। বাম নেতৃত্বের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।