নিজস্ব সংবাদদাতা : হঠাৎ করেই কারখানা গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। আর তার জেরেই সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে বেশ কিছু শ্রমিক পরিবারের। এরই প্রতিবাদে কারাখানা গেটের সামনে লাগাতার বিক্ষোভ ও অবস্থানে সামিল হয়েছেন উলুবেড়িয়ার বীরশিবপুরের একটি কারখানার শ্রমিকরা।
সূত্রের খবর, গ্রামীণ হাওড়ার বীরশিবপুরের ওই কারখানায় অনেক শ্রমিকই দীর্ঘদিন ধরে কাজ করছেন। অভিযোগ, হঠাৎ করে নোটিশ দিয়ে বেশ কিছু কর্মীকে ৩০ শে আগস্ট থেকে অর্নিদিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি, এই সাসপেনশন সময়ে তাদেরকে কোনো বেতন দেওয়া হবে না বলে জানা গেছে। আর তাতেই প্রবল সংকটের সম্মুখীন হয়েছে কারখানাটির শ্রমিকদের পরিবার।
তারই প্রতিবাদে গত প্রায় এক সপ্তাহ ধরে কারখানা গেটের সামনে অবস্থা করছেন সংশ্লিষ্ট কারখানার শ্রমিকেরা। তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষ তাদের ইন্সেন্টিভ বন্ধ করে দিয়েছে। তা অবিলম্বে চালু করতে হবে ও তাদের দ্রুত কাজে ফেরাতে হবে। নাহলে আরও বৃহত্তর আন্দোলনে সরব হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।