নিজস্ব প্রতিবেদক : রামকৃষ্ণলোকে পাড়ি দিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সহ-সঙ্ঘাধ্যক্ষ স্বামী বাগীশানন্দ মহারাজ। জানা গেছে, মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৯১।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৭.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে কোলকাতায় তাঁর জীবনাবসান ঘটে। মহারাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর বহু শিষ্য।
জানা গেছে, শনিবার সকালে কাশীপুর উদ্যানবাটী থেকে তাঁর দেহ বেলুড় মঠে আনা হবে। বেলুড় মঠের সংস্কৃতি ভবনে সকাল থেকে রাত অব্ধি শায়িত থাকবে তাঁর দেহ।
ভক্তরা সেখানে সকাল থেকে রাত অব্ধি মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। শনিবার রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ বাগীশানন্দ মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।