তিনমাসের বিদুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থান হাওড়া গ্রামীণ বিজেপি যুবমোর্চার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন। বন্ধ কলকারখানা – অফিস – দোকানপাট। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে একমুঠো অন্ন সংস্থান করতে গিয়েই কার্যত হিমশিম খাচ্ছে বহু দিন আনা দিন খাওয়া পরিবার।

অন্যদিকে, দেশজুড়ে করোনার দাপট অব্যাহত থাকায় লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থানে বসলেন হাওড়া গ্রামীণ বিজেপির যুবমোর্চার সদস্যরা।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গ্রামীণ হাওড়া যুবমোর্চার পক্ষ থেকে রঘুদেবপুরে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতীকী অবস্থান কর্মসূচিতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেন যুব মোর্চার বেশ কয়েকজন সদস্য। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার হাওড়া গ্রামীণের সম্পাদক উমাশংকর হালদার সহ অন্যান্য যুবকর্তারা।