রাকেশ মাইতি : খদ্দেরকে সিদ্ধ ডিম দিতে গিয়ে বিক্রেতার চক্ষু চড়কগাছ! সিদ্ধ ডিমের পরিবর্তে বেরল সিন্থেটিক ডিম। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার পাঁচলা গঙ্গাধরপুর লাইব্রেরী সংলগ্ন একটি তেলেভাজার দোকানে।
সূত্রের খবর, প্রতিদিনের মতোই মঙ্গলবার এক খদ্দের টিফিন সেরে সিদ্ধ ডিমের অর্ডার দেন দোকানদারকে। সিদ্ধ ডিম লম্বালম্বি কাটার পর দোকানদার লক্ষ্য করেন উধাও কুসুম। বিক্রেতা জানান, তার চল্লিশ বছরের ব্যবসায়ী জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। এই ঘটনায় খদ্দেরও হতবাক।
উল্লেখ্য, কিছুদিন আগে প্লাস্টিক বা সিনথেটিক ডিম খবরের শিরোনামে এসেছিল। এই ডিম কৃত্তিম নাকি সাধারণ, ধন্দে ক্রেতা-বিক্রেতা-সাধারণ মানুষ। সন্ধ্যা থেকেই অস্বাভাবিক ডিম দেখতে দোকানে ভিড় জমান বহু উৎসুক মানুষ।