নিজস্ব সংবাদদাতা : তিনি শুধু বাংলার নন, সারা দেশের গর্ব। বিশ্বের প্রথম মুসলিম নারী হিসাবে ইংলিশ চ্যানেল পার করেছেন। দু-দুবার বাংলা চ্যানেল পার করে কার্যত নজির গড়েছেন উলুবেড়িয়ার নিমদীঘির কন্যা তাহরিনা নাসরিন। ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেলের পর জিব্রাল্টার চ্যানেল পার করার স্বপ্ন দেখেছিলেন এডভেঞ্চার প্রিয় তাহরিনা৷ তারই প্রস্তুতি চলছিল জোরকদমে। কিন্তু হঠাৎই যেন সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে গেল! আবেদন জানিয়েও মিলল না ভিসা। তাই আপাতত জিব্রাল্টার চ্যানেল পার করার স্বপ্ন অধরাই রয়ে গেল তাহরিনার। জানা গেছে, গত ২ রা জুন স্পেনের দূতাবাসে ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবারই ডাকযোগে তাঁর হাতে এসে পৌঁছায় ‘রিফিউজাল অব ভিসা’র চিঠি। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগের কর্মী তাহরিনার কথায়,”এই প্রথম না, ২০১৮, ২০১৯ সালে পরপর দু’বছর আমার ভিসার আবেদন ক্যান্সেল করে দেওয়া হয়। এবারও ভিসার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এবার কোনো ডকুমেন্টসে ঘাটতি ছিলনা।” তাঁর অভিযোগ, ভিসার আবেদন বাতিলের পিছনে অদ্ভুত কারণ দর্শানো হয়েছে। তাহরিনার কথায়,”আমি নাকি স্পেনে গিয়ে সেখানেই পাকাপাকিভাবে থেকে যাব! কী অদ্ভুত কারণ দেখানো হয়েছে।” ক্ষুব্ধ তাহরিনা জানিয়েছেন,”অন্যান্য সমস্ত চ্যানেল করব, কিন্তু জিব্রাল্টার জন্য আর ভিসার জন্য আবেদন করবনা।”