একনজরে দেখে নিন উলুবেড়িয়ার পৌরসভার বামফ্রন্টের প্রার্থী তালিকা, ঘোষণা করা হল নির্বাচনী স্লোগান

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষনা করলো বামফ্রন্ট। শুক্রবার উলুবেড়িয়া গরুহাটায় সিপিআই(এম) অফিসে এক সাংবাদিক সম্মেলন প্রার্থী তালিকা ঘোষনা করেন বামফ্রন্ট আহ্বায়ক দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা পরেশ পাল, সমীর সাহা, অপর্ণা পুরকাইত, কুতুবউদ্দিন আহমেদ, শৈলেন মন্ডল, জগন্নাথ ভট্টাচার্য, বিশ্বনাথ সরকার, বিদ্যুৎ গাঙ্গুলী, প্রবীর ঘোষ, উলুবেড়িয়া পৌরসভার বিরোধী দলনেতা সাবিরউদ্দিন মোল্লা প্রমুখ। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ বলেন, আমরা উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে যে স্লোগানকে সামনে রেখেছি, তা হলো ‘সাম্প্রদায়ীক বিজেপিকে পরাস্ত করো, দুর্নীতিবাজ তৃণমূলকে পরাস্ত করো এবং উলুবেড়িয়াকে বাঁচাও’। এই স্লোগনাকে সামনে রেখে বামফ্রন্ট উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে লড়াই চালাবে। আমরা মনে করি বামফ্রন্টই জনজীবনের যা সমস্যা, দেশ, রাজ্য, পৌর এলকার সমস্যা সমাধান করতে পারবে।সাধারন মানুষকে পৌর পরিষেবা দিতে সক্ষম। আমরা সেই ভিত্তিতেই বামফ্রন্টের প্রার্থী তালিকা তৈরী করা হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এদিন ৩২টি আসনের মধ্যে ২৯টি আসনে প্রার্থী তালিকা ঘোষনা করেন বামফ্রন্ট আহ্বায়ক দিলীপ ঘোষ। ঘোষিত প্রার্থী তালিকা —
১ নং ওয়ার্ড সেখ আজাদ (সিপিআইএম), ২ নং ওয়ার্ড নুরী শাবা (সিপিআইএম), ৩ নং ওয়ার্ড সৌমেন চরন (সিপিআইএম), ৪ নং ওয়ার্ড রানা মিত্র (ফরওয়ার্ড ব্লক), ৫ নং ওয়ার্ড সাথী জানা (সিপিআইএম), ৬ নং ওয়ার্ড তারক দাস (সিপিআইএম), ৭ নং ওয়ার্ড মহম্মহ হাকিম (সিপিআইএম), ৮ নং ওয়ার্ড দেবশ্রী রায় (ফরওয়ার্ড ব্লক), ৯ নং ওয়ার্ড কাকলী দে (সিপিআইএম), ১০ নং ওয়ার্ড জয়িতা সাঁতরা (সিপিআইএম), ১১ নং ওয়ার্ড আশীষ পান্ডে (ফরওয়ার্ড ব্লক), ১২ নং ওয়ার্ড নজরুল ইসলাম মল্লিক (ফরওয়ার্ড ব্লক), ১৩ নং ওয়ার্ড তনুশ্রী গিরি (সিপিআইএম), ১৪ নং ওয়ার্ড ফিরোজুল হক মুন্সী (সিপিআইএম), ১৫ নং ওয়ার্ড সোহেল আনোয়ার মোল্লা (সিপিআইএম), ১৬ নং ওয়ার্ড জয়তুন্নিসা মোল্লা (সিপিআইএম), ১৭ নং ওয়ার্ড আজাদ মল্লিক (সিপিআইএম), ১৮ নং ওয়ার্ড অসিত গজ (সিপিআইএম), ২০ নং ওয়ার্ড সনত পাখিরা (ফরওয়ার্ড ব্লক), ২১ নং ওয়ার্ড রমেশ খাঁড়া (সিপিআইএম), ২২ নং ওয়ার্ড শংকর সাঁতরা (ফরওয়ার্ড ব্লক), ২৩ নং ওয়ার্ড রেহানা সুলতানা (সিপিআইএম), ২৫ নং ওয়ার্ড সেখ সফিজুল আলি (সিপিআইএম), ২৬ নং ওয়ার্ড সাদিয়া পারভিন (সিপিআইএম), ২৭ নং ওয়ার্ড বাপী বেগ (ফরওয়ার্ড ব্লক), ২৮ নং ওয়ার্ড তাবারক আলি খান (ফরওয়ার্ড ব্লক), ৩০ নং ওয়ার্ড বিমল সিংহ (সিপিআইএম), ৩১ নং ওয়ার্ড অনন্ত সাঁতরা (ফরওয়ার্ড ব্লক), ৩২ নং ওয়ার্ড খাজে মোল্লা (ফরওয়ার্ড ব্লক)।