নিজস্ব সংবাদদাতা : আগামীকাল বিকেল ৫ টার পর থেকে রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনে কড়াকড়ি লকডাউন শুরু হচ্ছে। তাই কোনটি কন্টেনমেন্ট জোন বা কোন এলাকা তার অন্তর্ভুক্ত নয়, তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল তুঙ্গে। কিছুক্ষণ আগেই হাওড়া জেলা প্রশাসনের সরকারি সাইটে একটি কন্টেনমেন্ট জোন তালিকা প্রকাশ করা হয়।
সেখানে দেখা যাচ্ছে, হাওড়া জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫৬। এই ৫৬ টি জোনের ১৭ টি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, ১ টি উলুবেড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত। বাকিগুলো বিভিন্ন ব্লকের। তার মধ্যে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের নাপিতপাড়া, মেলাইপাড়া যেমন রয়েছে, তেমনই রয়েছে উলুবেড়িয়া-১, শ্যামপুর-১, উদয়নারায়ণপুর ব্লকের বেশ কিছু অঞ্চল।