নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষক দিবস অনুষ্ঠিত হল৷ এই উপলক্ষ্যে বুধবার দুপুরে কলেজের হরিপদ মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ম্যাকবেথ নাটকটি মঞ্চস্থ করে ইংরেজি বিভাগের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। নাটকের পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ইংরেজি বিভাগের দেওয়াল পত্রিকারও উদ্বোধন ঘটে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকদের সংবর্ধনা জ্ঞাপন করে পড়ুয়ারা। পাশাপাশি, কোভিডকালে অসামান্য সামাজিক কর্মকান্ডের জন্য ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র পৃথ্বীশরাজ কুন্তীকে সংবর্ধনা দেওয়া হয়। ইংরেজি বিভাগের কৃতি পড়ুয়াদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল, অধ্যাপক রাকেশ ঘোষ, ইংরেজির বিভাগীয় প্রধান সন্দীপ কুমার দোলুই সহ অন্যান্যরা।