শ্যামপুরের ICDS সেন্টারে নিম্নমানের খাবার ও শিশুদের উপস্থিতি হার বেশী দেখানো অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে, বিক্ষোভ অভিভাবকদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শ্যামপুরের বেতবেড়িয়া ও পাকুড়িয়া ICDS সেন্টারের নিম্নমানের খাবার ও শিশুদের উপস্থিতি হার বেশী দেখানো অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে, ICDS সেন্টারে ৪ শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের, ঘটনাস্থলে গড়চুমুক ফাঁড়ির পুলিশ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

স্থানীয়দের অভিযোগ শ্যামপুর ১নং ব্লকের এক সেন্টারেই বেতবেড়িয়া ও পাকুড়িয়া ICDS সেন্টারে প্রায় ২৩৪ জন শিশু পড়েন, অভিযোগ শিশুদের খাবার যেমন নিম্নমানের তেমনই শিশুরা সেন্টারে না তাদের উপস্থিত দেখান শিক্ষিকিরা, ঘটনার কথা জানাজানি হতেই শিক্ষিকাদের তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, তবে সেন্টারের শিক্ষিকিরা উপস্থিতির হার বেশী দেখানোর কথা স্বীকার করেন, তাদের দাবি ওই টাকা সেন্টারের কাজে লাগনো হয়, সকাল থেকে আটকে থাকার পর ১১.৩০ নাগাদ পুলিশ গিয়ে উদ্ধার করেন শিক্ষিকাদের।