চালের উপর তেরঙ্গা এঁকে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম তুললেন বাগনানের সুনীত

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগেই মুগ ডালের উপর খুব স্বল্প সময়ে জাতীয় পতাকা এঁকে ও ‘জয় হিন্দ’ লিখে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম তুলেছিলেন বাগনানের রূপজিৎ শাসমল। এবার রূপজিতের পর সুনীত। ছোট্ট চালের উপর মাত্র ৪৬ সেকেন্ডে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা এঁকে ও ‘জয় হিন্দ’ লিখে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নিজের নাম তুললেন বাগনান থানার খালোড়ের যুবক সুনীত খাঁড়া।

গত সোমবারই ডাকযোগে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এর তরফে পাঠানো পদক, সার্টিফিকেট ও পেন সুনীতের বাগনানের বাড়িতে এসে পৌঁছেছে। পেশায় অঙ্কন শিক্ষক সুনীত জানান, “মায়ের হাত ধরেই অঙ্কনের জগতে পা রাখা। তারপর এখানেই নিজের ভাবনাকে বাস্তবায়িত করা।”

বর্তমানে তাঁর প্রায় ৪০০ জন অঙ্কন শিক্ষার্থী রয়েছে বলে জানান সুনীত। সুনীতের এই কীর্তিকে সম্মান জানিয়ে ‘স্বজন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে বাগনানের একটি হোটেলে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের কর্তা চন্দ্রনাথ বসু বলেন, “সুনীত বাবুর গর্বে আমরা গর্বিত, তাঁর সম্মানে আমরা সম্মানিত।”