হাওড়ায় সুতো কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : সুতো কারখানায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার লিলুয়ার গোসালা এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর পৌনে ৩ টে নাগাদ লিলুয়ার গোসালা এলাকায় একটি সুতো তৈরির কারখানায় আগুন লেগে যায়। সেই সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। তারাই প্রথম আগুন দেখতে পান। শ্রমিকরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

কিন্তু, দাহ্য পদার্থ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। পরে ঘটনাস্থলে আরও ৫ টি ইঞ্জিন পাঠানো হয়। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। দমকল সূত্রে জানা গেছে, এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানা যায়নি। অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।