নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গেল ১০-১২ টি দোকান। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানার ধূলাগড় চৌরাস্তা এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ধূলাগড় চৌরাস্তার কাছে একটি মিষ্টির দোকানে।
কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় আশপাশের ১০-১২ টি দোকান। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।