মন্ত্রী, বিধায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের ১০ম বার্ষিক সভা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের ১০ম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো রঘুদেবপুর কান্ট্রি রোডসে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমবায় দফতরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন রাজ্যে কোন ইন্ডাস্ট্রি এক মিনিটের জন্য বন্ধ হোক তা আমরা চাই না। বাম আমলে শিল্পের পরিবেশ ছিল না। সেই কারণে পশ্চিমবঙ্গের গর্ব মত অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ২০১১ সালের পর থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসায় অনেক নতুন ইন্ডাস্ট্রি হয়েছে। তিনি বলেন উলুবেড়িয়া চেম্বার অব কমার্স উলুবেড়িয়ার প্রাচীন শিল্প সেটেল কক শিল্পকে নতুন দিশা দেখিয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

পাশাপাশি, কাস ফুল থেকে বালাপোশ তৈরিতে নতুন নজির সৃষ্টি করেছে। তিনি জানান আমি যখনই খবর পাই, কোন ইন্ডাস্ট্রির সামনে কেউ ফ্ল্যাগ নিয়ে কাজ বন্ধ করেছে। তৎক্ষনাৎ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করতে বলি। এবং সমস্যার সমাধান করি। উপস্থিত ছিলেন রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিপ্লব রায় চৌধুরী, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক সমীর পাঁজা, সুকান্ত পাল, বিদেশ বসু, উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি তমাল সরকার, সম্পাদক প্রবীর রায় প্রমুখ। এই অনুষ্ঠান থেকে রাজ্য সংখ্যালঘু দফতরের পক্ষ থেকে ৯০টি গোষ্ঠীকে ১কোটি ৯৭ লক্ষ ও ৮৩ জনকে ৮৭ লক্ষ টাকা ঋন প্রদান করা হয়।