নিজস্ব সংবাদদাতা : হুগলী নদীর তীরে অবস্থিত জনপদগুলির মধ্যে অন্যতম উলুবেড়িয়া। উলুবেড়িয়া মহকুমা শহর। শহরজুড়ে অফিস-আদালত, বাজার, স্টেডিয়াম, অডিটোরিয়াম। কিন্তু এই শহরের ইতিহাসটা ঠিক কী, কিমবা শত বছর আগে কেমনই বা ছিল এই জনপদ। এই সমস্ত তথ্য নবীন প্রজন্মের বেশিরভাগের কাছেই অজানা। তা নিয়েই এবার কলম ধরলেন বিশিষ্ট ইতিহাস গবেষক মহম্মদ আব্দুল্লা। তিনি ‘প্রসঙ্গ উলুবেড়িয়া’ নামক একটি তথ্যসমৃদ্ধ বই লিখেছেন। বইয়ে উলুবেড়িয়া উপর বিভিন্ন তথ্য স্থান পেয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা যায়, ১৯০২ সালের সেপ্টেম্বর মাসে উলুবেড়িয়া পুরসভা কাজ শুরু করে। যদিও তা ১৯০৭ সালে বন্ধ হয়ে যায়। উলুবেড়িয়া শহরেই জন্মেছিলেন বহু বিদগ্ধজন। কৃতি সন্তানদের মধ্যে অন্যতম ডাক্তার হাসান মির্জা। তিনি হোমিওপ্যাথি জগতের অন্যতম চিকিৎসক ছিলেন। পাশাপাশি, খেলাধুলার প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। তাই স্থানীয় ছেলেদের নিয়ে ফুটবল দলও গড়েছিলেন। এরকমই নানা জানা-অজানা তথ্য, ঘটনা স্থান পেয়েছে আব্দুল্লা বাবুর লেখা ‘প্রসঙ্গ উলুবেড়িয়া’ গ্রন্থে। সম্প্রতি উলুবেড়িয়ার একটি স্কুলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বইটি প্রকাশিত হয়।
বইপ্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র, উলুবেড়িয়া পৌরসভার পুর প্রশাসক অভয় দাস, সাহিত্যিক ইমানুল হক, প্রাক্তন প্রধান শিক্ষক মহম্মদ ফারুক, উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সাইদুর রহমান, অধ্যাপক সিরাজ মল্লিক সহ অন্যান্যরা।