নিজস্ব সংবাদদাতা : ডিভিসির ছাড়াজলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতিতে দেখা দিয়েছে আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চলে। হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা বিধানসভার ভাটোরার বিস্তীর্ণ এলাকা জলের তলায়।
ইতিমধ্যেই জলের তোড়ে তলিয়ে গিয়েছে কুলিয়ার বাঁশের সেতু। দীপাঞ্চলের সাথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল। মোবাইল চার্জ দেওয়াটাও অত্যন্ত জরুরি। তা-ই বন্যার মাঝেও দ্বীপাঞ্চলে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে তৎপর প্রশাসন।
ইতিমধ্যেই আমতার বিধায়ক সুকান্ত কুমার পালের উদ্যোগে বিদ্যুৎ দপ্তরের বেশ কয়েকটি টিমকে স্পিডবোটের মাধ্যমে দ্বীপাঞ্চলে পাঠানো হয়েছে। আপাতত দ্বীপাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদুৎ পরিষেবা রাখতে এই দলের কর্মীরা ওখানেই মোতায়েন থাকবেন। বন্যায় একাধিক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কার্যত যুদ্ধকালীন তৎপরতায় সেগুলি সারিয়ে তুলছেন।