নিজস্ব সংবাদদাতা : পরিবেশ দূষণ রোধের বার্তা দিয়ে এবারে শরৎ মেলায় প্লাস্টিক নিষিদ্ধ করল মেলা কর্তৃপক্ষ। এই পদক্ষেপ সফল করার লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে সকলের কাছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত, দেশের মধ্যে অন্যতম প্রসিদ্ধ এই শরৎ মেলা আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে পানিত্রাাস স্কুল প্রাঙ্গণে। এবারে শরৎ মেলা ৪৮ তম বর্ষে পদার্পণ করল। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। রবিবার এক সাংবাদিক বৈঠকে শরৎ মেলা কর্তৃপক্ষের তরফে সভাপতি সুমন মুখোপাধ্যায় ও সম্পাদক সেলিমূল আলম বলেন, পরিবেশ দূষণ রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সামনে রেখে আমরা এবারে এই মেলায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করছি। কোনও রকম থার্মোকল, প্লাস্টিক ব্যবহার করা যাবে না।যে সমস্ত ক্রেতা বিক্রেতা মেলায় আসবেন তাদের সহযোগিতা আমরা আশা করছি। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা ভৌমিকও। শরৎচন্দ্রের স্মৃতিকে সঙ্গী করে এবারে মেলার মঞ্চ সাজানো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি গল্প অবলম্বনে। সেখানে থাকছে টেরাকোটার নকশা সম্বলিত নানান কারুকার্য। পাশাপাশি মেলার প্রদর্শনী মঞ্চ তৈরি করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষকে সামনে রেখে। প্রসঙ্গত মেলায় কয়েক শো স্টল বসে। হাওড়া, মেদিনীপুর, কলকাতা সহ বিভিন্ন এলাকা হাজার হাজার মানুষ এই মেলায় আসেন। সাত দিন ব্যাপী চলে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিবেশ দূষণ রোধের বার্তা দিয়ে এবারে শরৎ মেলায় প্লাস্টিক নিষিদ্ধ করল মেলা কর্তৃপক্ষ
Published on: