নিজস্ব সংবাদদাতা : কয়েকমাসের ব্যবধানে ফের ভাঙল আমতা-২ ব্লকের কুলিয়ার বাঁশের সেতু। জানা গেছে, বুধবার সকাল এগারোটা নাগাদ প্রবল জলের তোড়ে হঠাৎই ভেঙে যায় মুন্ডেশ্বরী নদীর উপর তৈরি কুলিয়ার এই বাঁশের সেতুটি। উল্লেখ্য, হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা-২ ব্লকের ভাটোরা। ভাটোরা ও ঘোড়াবেড়িয়া-চিৎনান গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষকে নিত্যদিন কুলিয়া-গায়েন পাড়ার মধ্যবর্তী এই সেতু পেরিয়ে মূল- ভূ খন্ডে যেতে হয়। জলের তোড়ে হঠাৎই সেতুটি ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। আমতা-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দেলোয়ার হোসেন মিদ্দ্যা জানান, এই সেতুটি ভাটোরা দ্বীপাঞ্চলের সাথে যোগাযোগের মূল মাধ্যম। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
তিনি আরও জানান, গতবছর বন্যার সময় কাঠের সেতুটি ভেঙে গিয়েছিল। প্রশাসনিক তৎপরতায় গত ডিসেম্বর নাগাদ প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি ব্যয়ে বাঁশের সেতুটি ফের চালু করা হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই আবারও জলের তোড়ে ভাঙল কুলিয়ার বাঁশের সেতু। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কুলিয়ায় পাকা ব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছেন দ্বীপাঞ্চলের হাজারো মানুষ। ব্রিজ তৈরি করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মাটি পরীক্ষা সহ বিভিন্ন প্রাথমিক কাজও ইতিমধ্যেই হয়ে গেছে। পাকা ব্রিজ তৈরির অধীর অপেক্ষায় রয়েছেন দ্বীপাঞ্চলের অজস্র মানুষ।