নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ায় আরও একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। শ্যামপুর-১ পঞ্চায়েত সমিতির বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে নতুন প্রধান নির্বাচিত হয়েছেন শিখা প্রামাণিক। জানা গেছে, বারো আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সাতটি ও তৃণমূল ৫ টি আসন দখল করে।
বিজেপির কৃষ্ণা মন্ডল প্রধান ও ঝুম্পা রায় উপপ্রধান নির্বাচিত হন। কিন্তু, বিধানসভা নির্বাচনের পরে ঝুম্পা রায় সহ আরও কয়েকজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর জেরে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে যায়। তারপরই বিজেপির প্রধান কৃষ্ণা মন্ডলের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। বুধবার প্রধান নির্বাচনে বিজেপির সদস্যরা অনুপস্থিত থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের তরফে শিখা প্রামাণিক বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন।
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, জেলা পরিষদের উপাধ্যক্ষ নদেবাসী জানা সহ অন্যান্যরা। মন্ত্রী পুলক রায় জানান, “বিজেপির দখলে এই পঞ্চায়েত থাকায় গত তিনবছরে কোনো কাজ হয়নি।” যদিও, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডলের অভিযোগ, ভয় দেখিয়ে তৃণমূল এই পঞ্চায়েতের দখল নিয়েছে।