নিজস্ব সংবাদদাতা : গত রবিবার ভারতীয় জনতা পার্টির তরফে গ্রামীণ হাওড়ার বিভিন্ন বিধানসভার প্রার্থী ঘোষণা করা হলেও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি। বুধবার রাতে বিজেপির পক্ষ থেকে তা ঘোষণা করা হল।
বিজেপি সূত্রে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসেই বিজেপিতে যোগদান করেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, উলুবেড়িয়া দক্ষিণে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় ও সংযুক্ত মোর্চার তরফে লড়ছেন ফরওয়ার্ড ব্লকের কুতুবউদ্দিন আহমেদ।