নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে দীর্ঘ কয়েকমাস ধরে রাজ্যজুড়ে রক্তের সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে। একফোঁটা রক্তের জন্য প্রাণ হারাচ্ছেন বহু মুমূর্ষু রোগী।
এরকমই এক সংকটজনক পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল গ্রামীণ হাওড়ার প্রেরণা ওয়েলফেয়ার মিশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষ থেকে গতকাল বাউরিয়া কেঠুয়াপোল হাজি মার্কেট এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৭০ জন রক্তদান করেন।
সংস্থার অন্যতম কর্তা খালিদ রহমান বলেন, “করোনা পরিস্থিতিতে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। কখনো ত্রাণসামগ্রী বিতরণ, কখনো বা স্বাস্থ্যশিবির আয়োজন করেছি।”
রক্তদান শিবিরের পাশাপাশি এদিন স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয় বলে জানা গেছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান জুবের আলম, চিকিৎসক মাজিদ মল্লিক, চিকিৎসক আজিজ ইকবাল সহ অন্যান্যরা।