নিজস্ব সংবাদদাতা : নদীর ধার ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর মৃতদেহ। আর এই ঘটনাকে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া থানার ২ নং কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার দুপুরে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিল স্থানীয় কয়েকজন ছেলেমেয়ে। নদীর ধারে তারা একটি কালো প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
খেলার জিনিস ভেবে তারা সেটিকে কুড়িয়ে নিয়ে আসে। কৌতুহলবশত কালো প্যাকেট খুলতেই বেরিয়ে আসে কাপড়ে মোড়া একটি শিশুর নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।