ট্রেন থেকে খুলে গেল উলুবেড়িয়া লোকালের বগি, চরম দুর্ভোগে যাত্রীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হঠাৎই ট্রেন থেকে খুলে গেল যাত্রীবোঝাই বগি। আর তারই জেরে চরম ভোগান্তির মুখে যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখার আবাদা স্টেশনের কাছে। জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিনও যাত্রী নিয়ে উলুবেড়িয়া থেকে হাওড়া স্টেশনের দিকে রওনা হয়েছিল সকাল ৮: ৪৮ মিনিটের উলুবেড়িয়া লোকাল। আবাদা স্টেশনের কাছে হঠাৎই উলুবেড়িয়া লোকালের বগি ট্রেন থেকে খুলে আলাদা হয়ে যায়। হঠাৎ করে কাপলিং খুলে যাওয়ায় আগুনের স্পার্কিং শুরু হয়। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

অফিস টাইমে এই বিপত্তির জেরে বেশ কিছুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়। চরম দুর্ভোগে পড়েন অজস্র যাত্রী। অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা না করে সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। রেলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটি সারানোর কাজ শুরু করে। উলুবেড়িয়া লোকালের যাত্রীদের বাগনান লোকালে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।