নিজস্ব সংবাদদাতা : মধ্যবয়স্কা মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানার চাঁদচক গ্রামে। জানা গেছে, মৃত মহিলার নাম মালতী বর(৪৮)।
সূত্রের খবর, চাঁদচক গ্রামের বাসিন্দা প্রতাপ বরের বাড়ির কিছুটা দূরে একটি মাটির বাড়ি রয়েছে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে সেখানেই গিয়েছিলেন প্রতাপ বরের স্ত্রী মালতী বর। সেখান থেকেই পুলিশ মালতী দেবীর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক অনুমান, আগুনে ঝলসে মহিলার মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু ঘটল তা এখনো জানা যায়নি। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বোঝা যাবে। ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।