
নিজস্ব সংবাদদাতা : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ির ধাক্কা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার পাঁচলার ধামসিয়া মোড় এলাকায়।

সূত্রের খবর, শুক্রবার রাতে ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেন ধরে কোলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি ফিরছিল একটি হোন্ডাই গাড়িতে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে।

জানা গেছে, গাড়ির মধ্যে ড্রাইভার সহ মোট তিন জন ছিলেন। যদিও আহত হওয়ার কোনো খবর নেই। ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে তৎপরতার সাথে গাড়িটিকে উদ্ধার করে।