প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ আর বেশি দূরে নেই, জেনে নিন পদ্ধতি ও শেষ তারিখ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ আর বেশি দূরে নেই ৷ ৩০ সেপ্টেম্বর আধার ও প্যান লিঙ্ক করার শেষ তারিখ ৷ এর মধ্যে লিঙ্ক না করলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷আর এ ক্ষেত্রে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, আয়কর জমা দেওয়া, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আবেদন করার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে ৷তাই জেনে নিন কী ভাবে আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন…

১) প্রথমে http://www.incometaxindiaefiling.gov.in সাইটে ক্লিক করুন।
২) এর পর ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন।
৩) তারপর একটি ফর্ম খুলে যাবে, ওই নির্দিষ্ট ফর্মটিতে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার পর নিচের ‘লিংক আধার’-অপশনে ক্লিক করুন। ব্যস, আপনার আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক হয়ে যাবে।