ফের বাড়ছে সংক্রমণ! তিনদিন শ্যামপুরে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত, চলছে মাইকিং

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শ্যামপুরে ফের বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ রুখতে তৎপর ব্লক প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রমণ রোধ করতে শনিবার রাত ৯ টা থেকে বুধবার সকাল ৭ টা অব্ধি শ্যামপুর-১ ব্লকের সমস্ত দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে ওষুধের দোকান ও অত্যাবশকীয় সামগ্রীকে।

ইতিমধ্যেই এই বার্তা পৌঁছে দিতে প্রচারে নেমেছে শ্যামপুর থানার পুলিশ। শ্যামপুর-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্চয়ন পান জানান,”এইমুহুর্তে শ্যামপুরে এক্টিভ কেসের সংখ্যা ৪২। সংক্রমণ রুখতে ব্লক প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শ্যামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, “শ্যামপুরে আবারও করোনা বাড়ছে। এই বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনের এহেন সিদ্ধান্তকে স্বাগতম।” তিনি আরও জানান,”এখনও বেশ কিছু ব্যবসায়ী ভ্যাক্সিন পাননি। তাঁদের অবিলম্বে ভ্যাক্সিনের ব্যবস্থা করা হোক।”