সাংবাদিক বৈঠকে হাওড়া জেলার নির্বাচনী ব্যবস্থাপনা ঘোষণা করলেন জেলাশাসক, বিস্তারিত জানুন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভোট ঘোষণার পরই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। তারই মধ্যে সাংবাদিক বৈঠক করে আসন্ন নির্বাচনে হাওড়া জেলার নির্বাচনী ব্যবস্থাপনা ঘোষণা করলেন জেলাশাসক মুক্তা আর্য।

তিনি সাংবাদিকদের জানান, জেলায় মোট দু’টি পর্যায়ে মনোনয়ন জমা করা হবে। প্রথম পর্যায়ে মনোনয়ন পত্র দাখিলের দিন ১২ ই মার্চ থেকে ১৯ শে মার্চ ধার্য করা হয়েছে। প্রথম পর্যায়ে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুরের মনোনয়ন পত্র জমা হবে।

অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ে ১৬ ই মার্চ থেকে ২৩ শে মার্চ অব্ধি মনোনয়ন দেওয়া যাবে। এই পর্যায়ে হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, বালি, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড় ও উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মনোনয়ন জমা করা যাবে।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের স্কুটিনি হবে যথাক্রমে ২০ ও ২৪ শে মার্চ। দু’টি দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যথাক্রমে ২২ ও ২৬ শে মার্চ ধার্য করা হয়েছে। হাওড়া জেলাত মোট ৫৫৫৬ টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে শহরে ২৬১২ টি ও গ্রামীণে ২৯৪৪ টি ভোটকেন্দ্র রয়েছে বলে জানা গেছে।