পুজোর বাজেট কাটছাঁট করে মানুষের পাশে দাঁড়াল উলুবেড়িয়ার দুর্গোৎসব কমিটি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একদিকে দেশজুড়ে লকডাউন আর অন্যদিকে করোনার ক্রমশ ভয়াল রূপ সমাজকে ভাবিয়ে তুলছে।

করোনার থাবায় যেমন টান পড়েছে গৃ্হস্থের, তেমনই কপালে চিন্তার ভাঁজ বিভিন্ন বড়ো দুর্গাপুজো কমিটির কর্তাদের। এই সংকটকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হল উলুবেড়িয়ার নোনা ধাড়াপাড়া দুর্গোৎসব কমিটি।

পুজো কমিটির সদস্য – সদস্যারা আসন্ন পুজো বাজেট কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়ে উলুবেড়িয়ার একটি পাড়ার বেশ কিছু দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে তুলে দিলেন চাল, ডাল, তেল, নুন, সাবান সহ বিভিন্ন মুদিখানাসামগ্রী। পুজো উদ্যোক্তাদের এহেন প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীরা।