হুগলী নদীতে দেখা মিলল বিপন্নপ্রায় কুমিরের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনে বন্ধ কলকারখানা, বন্ধ যানবাহন। একধাক্কায় অনেকটাই কমেছে দূষণের মাত্রা। নির্মল পরিবেশে প্রায়শই দেখা মিলছে হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির প্রাণীর। এবার ঘড়িয়াল বা মিষ্টি জলের কুমিরের দেখা মিলল হুগলী নদীতে। সেই ঘটনারই সাক্ষী থাকল নদীয়ার চাকদহের একদল মৎসজীবি।

সূত্রের খবর, রবিবার সকালে চাকদহে হুগলী নদীতে মাছ ধরার সময় দক্ষিণবঙ্গ মৎসজীবি ফোরামের মৎসজীবিদের হাতে ধরা পড়ে একটি বিলুপ্তপ্রায় ঘড়িয়াল। ঘড়িয়ালটিকে বনদফতরের হাতে তুলে দেন ফোরামের সদস্যরা। উল্লেখ্য, ঘড়িয়াল বিরল প্রজাতির মিঠাজলের কুমীর বর্গের সরীসৃপ। ঘড়িয়াল বর্তমানে একটি বিপন্ন প্রজাতির প্রাণী হিসাবে পরিগণিত হয়। ইতিমধ্যেই স্থান করে নিয়েছে IUCN-এর বিলুপ্তপ্রায় প্রাণীর সংকলন Red Data Book-এ।