ফেরি চলাচলের সময় বাড়লো বাউরিয়া – বজবজ কালীবাড়ি ঘাটের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ফেরি চলাচলের সময় বাড়লো বাউরিয়া – বজবজ কালীবাড়ি ঘাটের। সোমবার থেকে ওই ঘাটে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ফেরি পরিষেবা চালু থাকবে। প্রসঙ্গত কোভিড পরিস্থিতিতে লকডাউন এর কারণে ফেরি পরিষেবা বন্ধ ছিল। আনলক পর্বে ফেরি পরিষেবা চালু হয়। এখনও পর্যন্ত এই ঘাটে ফেরি পরিষেবা সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত রয়েছে।

সোমবার থেকে সেটা বাড়ানো হল। আধ ঘন্টা অন্তর লঞ্চ চলবে। তবে লকডাউন এর পূর্বে এই ঘাটে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিষেবা চালু ছিল। হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতির বাউড়িয়া ঘাটের সুপারভাইজার টি আপ্পারাও বলেন, সোমবার থেকে এখানে ফেরি পরিষেবা সকাল ছয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে দশটা পর্যন্ত চলবে চালানোর পরিকল্পনা হবে। তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই ফেরিঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় হাজার দশেকের বেশি যাত্রী আসা-যাওয়া করেন এই জনপথ ব্যবহার করে।